Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

নিজ কর্মক্ষেত্রেই আক্রান্ত রেডিও জকি! অতপর মৃত্যু!

ভারতে নিজের কর্মক্ষেত্রেই আততাতীয় হাতে আক্রান্ত হলেন এক রেডিও জকি৷ সোমবার রাতে কেরালার রাজধানী তিরুবানন্তপুরমে ঘটনাটি ঘটেছে৷

জানা গেছে, ওই রেডিও জকির নাম রাজেশ ওরফে রাসিকান রাজেশ৷ তার বয়স ৩৬ বছর৷ পেশায় তিনি ছিলেন একজন ‘মিমিক্রি’ আর্টিস্ট৷ ফোক সিঙ্গারও ছিলেন তিনি৷ নামী একটি রেডিও স্টেশনে রেডিও জকির কাজ করতেন রাজেশ।

পুলিশ সূত্র জানিয়েছে, সোমবার রাত ২টায় ঘটনাটি ঘটে৷ একটি স্টেজ পারফর্ম্যান্স শেষ করে স্টুডিতে ফিরছিলেন রাজেশ। পাল্লিকান থানার মাদাভুর এলাকায় স্টুডিওটি অবস্থিত৷ রাজেশ নিজেই স্টুডিওটির মালিক৷ তিনি যখন স্টুডিওতে ঢুকছিলেন, তখন তার সামনে একটি লাল মারুতি সুইফট গাড়ি এসে দাঁড়ায়৷ গাড়ি থেকে এক ব্যক্তি বেরিয়ে আসে ও রাজেশকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়৷ রাজেশের সঙ্গে তার এক বন্ধুও ছিলেন৷ তিনিও গুরুতর আহত হন৷

পুলিশ জানায়, এরপর স্থানীয়রা রাজেশকে একটি হাসপাতালে ভর্তি করে৷ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top