Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

তীব্র জানজটে অতিষ্ট জনজীবন। বাইপাস সড়কের দাবী স্থানীয় এলাকাবাসীর

নিজস্ব জেলা বিশেষ রিপোর্টার:

রংপুরের বদরগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পৌরসভার ভিতরে তীব্র জানজটের কারণে জনজূবনে মারাত্মক সমস্যার খবর পাওয়া গেছে। অত্র এলাকার সাধারণ মানুষের সাথে আলাপকালে জানায় পৌর সভার ভিতরে হক সাহেবের মোড়, কেন্দ্রীয় জামে মসজিদ মোড়, সিও রোড, মিতা সিনেমা হল রোডে প্রতিদিনই জানজট লেগেই থাকে। তার উপর সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার পৌরসভার ভিতরে হাট বসে। ঐতিহ্যবাহী হাট হওয়ার কারণে আশেপাশের ইউনিয়ন ছাড়াও বিভিন্ন জেলা উপজেলার মানুষ এখানে আসে। তাছাড়া বর্তমান সময়ে এই উপজেলায় ইউনিয়ন পর্যায়ে রাস্তা ঘাটের ব্যপক উন্নয় সাধিত হওয়ার কারণে লোক সমাগম অনেকটা বেড়েছে। এ অঞ্চলকে ব্যবসায়িক অঞ্চল হিসেবে ভেবে নেয়া যেতে পারে। তাছাড়া ব্যাংক, বীমা, স্কুল , কলেজ, এনজিও ইত্যাদি সব ধরণের সুবিধা থাকায লোকজনের সমাগম এখানে বেশী। এই উপজেলায় প্রায় দুই লক্ষ মানুষের বসতি। এলাকাবাসীর মতে, পৌরসভার ভিতর দিয়ে রংপুর যাওয়ার রাস্তার কারণে বাস, ট্রাক, অটো-রিক্সা, চার্জার অটো, রিক্সা, ভ্যান নছিমন, ভটভটি প্রতিনিয়ত চলাচল করছে। আর হাটের দিনগুলিতে লোক সমাগম বেশী থাকায় জানজটের তীব্র আকার ধারণ করে। জানজট এতটাই তীব্র  পথচারীর রাস্তা দিয়ে চলাচলে বেশ সমস্যা হয়। হাটের দিনগুলোতে পুরুষেরা গাঁ ঘেষা ঘেষি করে রাস্তায় চলাচল করলেও, স্কুল কলেজের ছাত্রী ও মহিলাদের পাঁয়ে হেটে রাস্তা চলতে বেগ পেতে হয়। যে পথ চলতে ১০ মিনিট সময় লাগার কথা সেখানে নাকি দীর্ঘ সময় লাগার কথাও শুনা গেছে। স্থানীয় তথ্যসূত্রে জানা গেছে জানজট নিরসনে স্থানীয় পৌর পিতা পৌরসভার ভিতরে হাটের দিন গুলোতে সকাল ৭ টা থেকে রাত্রি ৮ পর্যন্ত বাস ট্রাক পাকিং নিষিদ্ধ করলেও তাতেও তেমন কোন সুবিধা হয়নি বলে মনে করেন স্থানীয় শুশীল সমাজ। কারণ পারবর্তীপুর থেকে রংপুর গামী বাস, ট্রাকসহ অন্যান্ন যান বাহন গুলো পৌরসভার মূল শহরের ভিতর দিয়ে যাতায়াত করছে। তাদের মতে উক্ত যানবাহন গুলো যদি মুল শহরের বাইরে দিয়ে যাতায়াত করত তাহলে জানজট থাকত না। যানযট থেকে রক্ষা পেত জন জীবন। এ সমস্য নিরসনে অধুনিক ডিজিটাল বদরগঞ্জের রুপকার বর্তমান সাংসদসহ মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছে অত্র এলাকার আপাময় জনসাধারণ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top