Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

জাতির পিতার স্বপ্ন পূরণে আরো এক ধাপ এগিয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার স্বপ্ন পূরণে আরো এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। সকল অর্জন দেশের জনগণের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই আর্জন যেন কোন মতেই হারিয়ে না যায়। স্বল্পোন্নত থেকে উন্নয়ণশীল দেশে উন্নীত হওয়ায় সাত দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রাথমিকভাবে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের উন্নীত হবার প্রক্রিয়া শুরু হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান জাতিসংঘসহ সকল উন্নয়ন সহযোগীদের পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষ।

স্বল্পোন্নত থেকে উন্নয়ণশীল দেশে উন্নীত হওয়ায়, বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে প্রধানমন্ত্রীকে স্বীকৃতির নানা স্মারক, এল্যবাম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সংশ্লিষ্টরা।

দেশের এই অর্জনে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় রাষ্ট্রপতির পক্ষ থেকে। শুভেচ্ছা জানান মন্ত্রী পরিষদ, সংসদের বিরোধী দলীয় নেত্রী, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠান। দেশের এই অর্জনে শুভেচ্ছা বার্তা জানান জাতিসংঘ, এশিয়ান ডেভলাপমেন্ট ব্যাংক এডিবি, জাইকা প্রধানসহ উন্নয়ন হযোগীরা।

কিভাবে এই উন্নয়ণ সম্ভব হলো সেই চিন্তা, পরিকল্পনা, রাজনীতির কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু বেঁচে থাকলে যা হয়ত দশ বছরে অর্জিত হতো, পঁচাত্তর পরবর্তী সময়ের জন্য তা অর্জনে ৪৭ বছর লেগে গেলো- জানিয়ে প্রধানমন্ত্রী অর্জন ধরে রাখা কথা বলেন। পরে দেশের এই অর্জন উদযাপনে সাত দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। উপভোগ করেন মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top