Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

গাজীপুর ও রংপুরে মহানগর পুলিশ

গাজীপুর ও রংপুর মহানগরী পুলিশ ব্যবস্থা আইন-২০১৫ অনুমোদন করেছে সরকার। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ দু’টি আইনের অনুমোদন দেয়া হয়।কেবিনেট বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। বিজয় ভট্টাচার্য বলেন, এ দু’টি সিটি করপোরেশনের জনগণকে আইনি ও পুলিশি সহায়তা দেয়ার লক্ষ্যে গাজীপুর মহানগরী পুলিশ আইন ও রংপুর মহানগরী পুলিশ আইন অনুমোদন করা হয়েছে। অন্যান্য সিটি করপোরেশনে যেভাবে মেট্রো পুলিশ গঠন করা হয়েছে সেভাবেই গাজীপুর ও রংপুর মহানগরী পুলিশ গঠন করা হবে।তিনি জানান, মন্ত্রিসভা এ সংক্রান্ত দুটি আইনের খসড়া অনুমোদন করেছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে যথাযথ প্রক্রিয়ায় এটি চূড়ান্ত আইনে পরিণত করা হবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top