Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

পাথরঘাটায় ৪ জেলেকে পিটুনি

বরগুনার পাথরঘাটা উপজেলায় মাছ বিক্রির সময় ৪ জেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা স্ল্যুইজ এলাকায় এঘটনা ঘটে।

আহত ট্রলার মালিক শহিদুল ইসলাম বলেন, দুই মাস আগে আমাদের ইলিশ মাছের জাল নদীতে ফেলে রেখে চলে আসলে কিছু লোক আমাদের জালের মাছ চুরি করে নিয়ে যায়। পরে আমরা পাহারা দিয়ে চোর ধরে ফেলি। এর জের ধরেই পদ্মা স্ল্যুইজ বাজারে মাছ বিক্রি করতে গেলে আলম ফিটার, নিজাম গাজী, আনোয়ার গাজী, বেল্লাল গাজী, বশির খাঁন, লাল মিয়া গাজী ও হাফিজসহ প্রায় অর্ধশতাধিক লোক আমাদের উপর হামলা চালায়।

এতে আমিসহ ৪ জনকে লাঠি দিয়ে পিটিয়ে আহতর করে। এক পর্যায় মাছ কাটার দা দিয়ে আমাকে জবাই করার চেস্টা করে। পরে স্থানীয় কিছু লোক আমাদেরকে উদ্ধার করে।

আহত জেলেরা হলেন, পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের আবুল হাসেম মাতুব্বরের ছেলে ট্রলার মালেক শহিদুল মাতুব্বর (৫০), আব্দুল আজিজের ছেলে ইয়াসিন (৪৫), ইসমাইল হোসেনের ছেলে ইব্রাহীম (২৫) ও একই ইউনিয়নের চরলাঠিমারা গ্রমের মনেজ খানের ছেলে কামাল হোসেন (৩৫)।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, আহতদের পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top