Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

করাচিতে সন্ত্রাসী হামলা

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচিতে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।

সিন্ধু রেঞ্জার্সের দেয়া এক বিবৃতির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর সিনহুয়ার।

বিবৃতিতে বলা হয়, আধা-সামরিক বাহিনীর একটি রেঞ্জার্স দল মঙ্গলবার রাতে সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে লিয়ারি’স আলী মোহাম্মাদ মোল্লা এলাকায় নিয়মিত টহল দেয়ার সময় হামলার শিকার হয়।

এতে এক রেঞ্জার সদস্য নিহত ও অপর তিনজন আহত হন। সেখানে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় চলাকালে এক সন্ত্রাসীও নিহত হন।

এ ঘটনার পর সেখানে নিরাপত্তা জোরদার করে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top