হবিগঞ্জে নায়ক শাকিব খানের বিরুদ্ধে দায়েরকৃত মানহানী ও প্রতারণার মামলার প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদনে নায়ক শাকিব খানকে বাদ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে রাজনীতি ছবির পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদকে সংযুক্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজীর প্রস্তুতি নেয়া হয়েছে।
আজ বুধবার মামলার শুনানীর সময় বাদী পক্ষ থেকে নারাজী দেয়া হবে বলে আদালতকে জানানো হয়। উল্লেখ্য রাজনীতি চলচ্চিত্রের একটি ডায়লগে নায়িকা অপু বিশ্বাসকে উদ্দেশ্যে করে নায়ক শাকিব খান একটি মোবাইল নাম্বার বলেন। সেই মোবাইল নাম্বারের মালিক হবিগঞ্জের বানিয়াচং থানার ইজাজুল মিয়া। এরপর থেকে বিড়ম্বনা শুরু।
এ ব্যাপারে ইজাজুল মিয়া মানহানী ও প্রতারণার মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা ৪ বার সময় নিয়ে আজ বুধবার প্রতিবেদন দাখিল করেন। এব্যাপারে মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ জানান, মামলার পুলিশ প্রতিবেদনে অভিযুক্ত শাকিব খানকে বাদ দেয়ায় বাদী পক্ষ নারাজী আবেদন করবেন।
হবিগঞ্জে মানহানি মামলায় শাকিবকে বাদ দিয়ে পুলিশ প্রতিবেদন
Share!