চট্টগ্রামে তরল কোকেন আটকের ঘটনায় আদালতে দাখিল করা চার্জশিটের ওপর অনুষ্ঠিত শুনানিতে মামলার অধিকতর তদন্তের জন্য র্যাবকে নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলীর আদালত এ নির্দেশ দেন।গত ১৯ নভেম্বর আটজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারি কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামানের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে এজাহারে ১নং আসামি নূর হোসেনকে বাদ দেওয়ায় আদালত অধিকতর তদন্তের জন্য র্যাবকে নির্দেশ দিয়েছেন।উল্লেখ্য, পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে তরল কোকেন সন্দেহে গত ৬ জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনার সিলগালা করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ৮ জুন এটি খুলে ১০৭টি ড্রামের প্রতিটিতে ১৮৫ কেজি করে সানফ্লাওয়ার তেল পাওয়া যায়। তেলের নমুনা প্রাথমিক পরীক্ষা করে কোকেনের অস্তিত্ব পাওয়া না গেলে উন্নত ল্যাবে কেমিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়।
কোকেন আটকের মামলা অধিকতর তদন্তের নির্দেশ
Share!