ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি, সাবেক এমপি ও মন্ত্রী এবং স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য সর্বপ্রথম বীরবিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এলডিপি’র পক্ষ থেকে পাঠনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকে শুভেচ্ছা জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্যাডে প্রেরিত এক বার্তায় বলেন, প্রিয় ড. কর্নেল অলি আহমদ, শুভ জন্মদিন। এ বছরটিতেও তোমার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক- নরেন্দ্র মোদি।
১৩ মার্চ ড. কর্নেল (অব.) অলি আহমদের ৮০তম জন্মদিন।