ঢাকা ছেড়ে যাওয়া ইউএস বাংলার একটি ফ্লাইট নেপালের রাজধানী কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের সময় আগুন ধরে যায়। শেষ খবর পাওয়া উদ্ধার কাজ চলছে। বেশ কয়েকজন হতাহত হলেও মৃতের সংখ্যা জানা যায়নি।
এতে প্রাথমিকভাবে ১৪ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
নেপাল সেনাবাহিনী দুর্ঘটনাকবলিত বিমানটি উদ্ধার কাজে যোগ দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়েই অগ্নিনির্বাপণ কর্মী ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে যায়। বিমানবন্দরে দুর্ঘটনাকবলিত বিমানটিতে আগুন জ্বলতে ও ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইউএস বাংলা ফ্লাইটটি বিমানবন্দরে রানওয়েতে নামার পর চলার সময় একটি মোড় ঘুরতেই দুর্ঘটনায় পতিত হয়। এ সময় বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয় এটি। এতে বিমানটিতে আগুন ধরে যায়।