বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার নথি আজ হাইকোর্টে পৌঁছেছে। আজ রবিবার দুপুর ১ টার দিকে ঢাকা বিশেষ জজ আদালত থেকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ৫ হাজার ৩৭৩ পৃষ্ঠার এ নথি পৌঁছায়।
হাইকোর্টের সংশ্লিষ্ট সূত্র সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ঢাকা বিশেষ জজ আদালতের বেঞ্চ সহকারী মোকাররম হোসেন সাংবাদিকদের জানান, আজ বেলা ১২ টায় বিচারিক আদালত থেকে মামলার নথি হাইকোর্টে পাঠিয়ে দিব। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
এদিকে আজ রবিবার সকালে এ মামলার রায়ের নথি না পৌঁছানোয় খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদেশের জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করা হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদার আইনজীবীদের আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। সেদিন খালেদার জরিমানা স্থগিত করে বিচারিক আদালতের নথি ১৫ দিনের মধ্যে হাইকোর্টে পাঠানোর আদেশ দেন।
২৫ ফেব্রুয়ারি উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ নিম্ন আদালতের নথি আসার পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে আদেশ দেবেন বলে জানান।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির অভিযোগে খালেদা জিয়া, তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হওয়ার পর থেকেই সেখানে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। ২০০৮ সালের ১৩ মে এ মামলায় খালেদা জিয়াসহ ২৪ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়। এরই মধ্যে কোকোসহ পাঁচ আসামি মারা গেছেন।