গাজীপুরের শ্রীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। তার নাম আবদুর রব হাওলাদার (৩৫)। পুলিশের দাবী নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য।
বুধবার ভোর সোয়া ৩টার দিকে শ্রীপুর উপজেলার পটকা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক এসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও দাবী করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, গুলি বিনিময়ের সময় ডাকাতদের গুলিতেই আবদুর রব হাওলাদারের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগানসহ ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে।
নিহত আবদুর রব হাওলাদার শরীয়তপুরের গোসাইরহাট থানার শিবপুর গ্রামের আদুর রাজ্জাক হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, বিস্ফোরক, চাঁদাবাজি ও অস্ত্রসহ ১৬টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।