Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

মেসির ফ্রি কিক ম্যাজিকে বার্সেলোনার রোমাঞ্চকর জয়

আবারও লিওনেল মেসির ফ্রি কিকের জাদু দেখল ক্যাম্প ন্যু। আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে মেসির গোলেই বিজয় নিশ্চিত হয় বার্সেলোনার। লা লিগায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে ১-০ গোলের জয়ে লিগ টেবিলে আতলেটিকোর থেকে ৮ পয়েন্ট এগিয়ে গেল শীর্ষস্থানে থাকা বার্সেলোনা। একইসাথে ২৫তম লিগ শিরোপার পথে আরো এগিয়ে গেল কাতালান জায়ান্টরা। ম্যাচের ২৬ মিনিটে বার্সার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি বাম পায়ের ট্রেডমার্ক ফ্রি-কিকে আতলেটিকোর দেয়ালের উপর দিয়ে বল জালে জড়ান। এটি ছিল মেসির ক্যারিয়ারের ৬০০তম গোল।

ক্যাম্প ন্যুতে ২০১৪ সালে শিরোপা জেতা আতলেটিকো এরপর আর কোন শিরোপা পায়নি। কালকের ম্যাচে জয়ী হতে পারলে বার্সেলোনার থেকে পয়েন্টের ব্যবধান দুইয়ে নামিয়ে আনতে পারতো। কিন্তু কোচ দিয়েগো সিমিয়োনের অতিরিক্ত সতর্কতামূলক কৌশল হিতে বিপরীত হয়েছে। থমাস পার্টের দুর পাল্লার শট আতলেটিকোর হয়ে একমাত্র সুযোগ সৃষ্টি করেছিল।

যদিও সিমিয়োনে আক্রমনভাগে দুটি পরিবর্তন করে দল সাজিয়েছিলেন। তারপরেও বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানের জন্য কোন ধরনের হুমকি তারা হতে পারেনি। সফরকারীদের হয়ে শেষ ভাগে কেভিন গামেইরোর গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। এর আগে অবশ্য লুইস সুয়ারেজকে থামিয়ে দেন সহকারী রেফারী। স্টপেজ টাইমে সুয়ারেজের আরেকটি সুযোগ ব্যর্থ হলে বড় ব্যবধানে জয় পাওয়া হয়নি।

২৭ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৬১ পয়েন্ট নিয়ে আতলেটিকো দ্বিতীয় ও ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

গত দুই ম্যাচে আতলেটিকো সেভিয়াকে ৫-২ ও লেগানেসকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল। সব ধরনের প্রতিযোগিতায় টানা আটটি জয় নিয়ে তারা ক্যাম্প ন্যু সফরে গিয়েছিল। তার উপর বার্সার থেকে একদিন বেশী বিশ্রাম পেয়েছিল। অন্যদিকে রেলিগেশন হুমকিতে থাকা লাস পালমাসের সাথে বৃহস্পতিবার বার্সা ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top