স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ওই অনুষ্ঠানে কিংবা জাফর ইকবালের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না। নিরাপত্তায় ঘাটতি থাকলে হামলাকারীকে পুলিশ ধরতে পরতো না। গণপিটুনিতে হামলাকারী আহত হয়েছে। তাকে পুলিশের পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। একটু সুস্থ হলেই ওই হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হবে।
আজ রবিবার রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ের পাশেই তার একটা কম্পিউটারের দোকান ছিলো। সে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, সে সুস্থ হলে তার কাছে হামলার মোটিভ জানতে পারবো। তখন বিস্তারিত জানা যাবে।
এর আগেও বিভিন্ন হুমকির বিচার না হওয়াতেই এ হামলা কি-না? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব হুমকির বিচার হচ্ছে, সব হত্যার ঘটনায় চার্জশিট হয়েছে। শুধুমাত্র একটা হত্যার ঘটনায় এখনো চার্জশিট হয়নি সেটি আপনারা জানেন।
এ সময় হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে তাদের যথাযথ শাস্তি প্রদান করা হবে বলেও মন্তব্য করেন তিনি।