পৌর নির্বাচনে মাদারীপুরের শিবচরে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারী আসামিকে প্রার্থী করা নিয়ে বিপাকে বিএনপি।
স্থানীয় নেতা-কর্মীদের অভিযোগ, অর্থের বিনিময়ে কেন্দ্রীয় নেতারা তৃণমূলের দাবি উপেক্ষা করে জাহাঙ্গীর কামালকে মনোনয়ন দেন। এ বিষয়ে দলীয় প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন, তারা।
নানা জল্পনা-কল্পনা শেষে পৌর নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। কিন্তু দলটি মাদারিপুরের শিবচর পৌরসভায় যাকে মনোনয়ন দিয়েছে, সেই জাহাঙ্গীর কামালের বিরুদ্ধে রয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা চেষ্টা মামলা।
আর এ নিয়ে স্থানীয় বিএনপির মধ্যে দেখা দিয়ে অসন্তোষ। নেতাকর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় নেতাদের মোটা অঙ্কের টাকা দিয়ে মনোনয়ন নিয়েছেন জাহাঙ্গীর। এ ব্যাপারে দলীয় প্রধানের হস্তক্ষেপ চান তারা।
বিএনপি নেতাদের অভিযোগ, ২০০১ সালের ১৭ জুন গোপালগঞ্জ ও পিরোজপুরের জনসভায় যাওয়ার খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় জাহাঙ্গীর কামালসহ ১৫-২০ জনের একটি দল। ঘটনার পর, স্থানীয় বিএনপি নেতা মান্নান খান বাদী হয়ে শিবচর থানায় জননিরাপত্তা আইনে জাহাঙ্গীরসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
অবশ্য, মামলার বাদি এখন কথা বলছেন অন্য সুরে। তার দাবি, বিএনপির মনোনয়ন পাওয়া জাহাঙ্গির আর হামলার সাথে জড়িত জাহাঙ্গির এক নন।
বিএনপির কেন্দ্রীয় নেতারা জানান, অভিযোগ সত্য হলে জাহাঙ্গীর কামালে মনোনয়ন নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেয়া হবে।