পৌর নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সাংসদের বিরুদ্ধে। নির্বাচন কমিশন থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
একই সাথে মন্ত্রী ও এমপিদের আচরণবিধি পরিপালন নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এবং সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছে ইসি।
নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। যে তিন সাংসদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসেছে, তারা হলেন বরগুনা ২ আসনের হাচানুর রহমান রিমন, ঢাকা ২০ আসনের এম এ মালেক, নাটোর ২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল। তিন দিনের মধ্যে অভিযোগের ব্যাখ্যা জানাতে হবে। মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিতি, হেলিকপ্টার ব্যবহার ও আগাম প্রচারণামূলক কাজে জড়িত থাকার অভিযোগ এসেছে সরকারি দলের তিন সংসদ সদস্যের বিরুদ্ধে।