Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বাতিল হলো মোট ১৬৬ মেয়র প্রার্থীর মনোনয়ন

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট ১৬৬ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকতারা, বিভিন্ন অভিযোগে তাদের মনোনয়ন বাতিল করেন।

এছাড়া, বাতিল হয়েছে, ৫৭১ জন কাউন্সিলর ও ১৫৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র। আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় ভোট হবে।

রোববার সকাল থেকেই শুরু হয় শেষ দিনের মতো মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ। এদিন বড়ো দুই দলেরসহ অর্ধশতাধিক মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

শরীয়তপুর সদর, ডামুড্ডা এবং টাঙ্গাইলের ধনবাড়িতে আওয়ামী লীগের তিন মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।

তবে, সারাদেশে মনোনয়ন বাতিলের তালিকায় বড়ো দু্টি দলের মধ্যে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর সংখ্যা বেশি। আর বিদ্রোহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন বেশি বাতিল হয়েছে ক্ষমতাসীন দলের।

সিরাজগঞ্জ, ফরিদপুর, সিলেট, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জসহ সব মিলিয়ে ১৬৬টি পৌরসভায় স্বতন্ত্র ও অন্যান্য দলের মেয়র প্রাথীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া, বাতিল হয়েছে, ৫৭১ জন কাউন্সিলর ও ১৫৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র।

এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে না পারা কুমিল্লার দাউদকান্দি পৌরসভার দুই স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আর মনোনয়নপত্র বৈধ হওয়ার পর বিভিন্ন পৌরসভায় বের হয় প্রার্থীর সমর্থকদের আনন্দ মিছিল।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top