নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মুর্গা পাড়া এলাকায় লরির ধাক্কায় বাস উল্টে শিশুসহ আটজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২৫জন। আহতদের দুপুর আড়াইটার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি লরি পেছন থেকে যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো চারজন মারা যান।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাইয়ুম সাংবাদিকদের জানান, আহতদের স্থানীয় হাসপাতাল এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাস চালক এবং হেলপার পালিয়ে গেছে।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, হাসপাতালে ১৫জন চিকিৎসা নিচ্ছেন। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।