দেশের সব বিশ্ববিদ্যালয়ে বাংলা শিক্ষাকে বাধ্যতামূলক করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসি। ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এ সিদ্ধান্তের কথা জানান।
অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু শিক্ষার উন্নয়ন নয়, কর্মসংস্থানের দিকেও নজর রাখছে সরকার। বহু কষ্টে অর্জিত স্বাধীনতা যেন কোনোভাবেই ব্যর্থ না হয়, সেদিকে সচেতন থাকতে মেধাবীদের তাগিদ দেন তিনি।
সকালে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, সরকারি- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মধ্যে ২০১৫ ও ২০১৬ সালের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের কোন মানুষই নিরক্ষর থাকবে না, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।
কারো কাছে হাত পেতে নয়, আত্মনির্ভরশীল হয়ে দেশসেবায় অংশ নিতে হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করার আশাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।