একুশে বইমেলার শিশু প্রহরে শিশুদের ভিড় আগের চেয়ে বেড়েছে। সেইসাথে বেড়েছে কার্টুন ও কমিক বইয়ের দৌরাত্বও। অভিভাবকরা জানিয়েছেন, নিছক কল্পচরিত্র না পড়িয়ে শিশুদেরকে ভালো বইয়ের দিকে আগ্রহী করে তুলতে হবে।
প্রকাশকরা জানিয়েছেন, শিশু সাহিত্যে লেখকদের আগ্রহ কম। স্টল থেকে স্টলে ছোটাছুটি। নতুন বইয়ের গন্ধ নেয়া। এ বই নয়, ওই বই, আরেক বই। শিশু প্রহরের পুরোটা সময় বই মেলায় শিশুদেরই রাজত্ব। কারণ পুরো আয়োজনটাই তাদের জন্য।
বাচ্চাদের ইচ্ছার কাছে হার মানতে হচ্ছে মা-বাবাকেও। কোন বই পছন্দ হলেই বায়না, বাবা-মাও নির্দ্বিধায় মেটাচ্ছেন তা। শিশুদের পছন্দের তালিকার প্রথমে টেলিভিশনে দেখা কার্টুনগুলোই। বাবা-মাও সচেতন, চাইলেই এগুলো কিনে দিচ্ছেন না।
মানসম্মত বাংলা বই পড়ার অভ্যাস তৈরি করে দিতে সচেষ্ট তারা। প্রকাশকরা জানিয়েছেন, কার্টুন চরিত্রগুলোর সাথে মিলিয়ে লেখা বইগুলোর দৌরাত্বে সুলিখিত বইয়ের আগ্রহ কমে আসে শিশুদের। বই মেলা আকর্ষণীয় করতে অন্য শিশু প্রহরের মতো এদিনও সিসিমপুরের প্রদর্শনীর আয়োজন ছিলো।