অর্পিত সম্পত্তি দখল করে সরকারি কর্মকর্তাদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণের সিদ্ধান্ত রাষ্ট্রীয় প্রতারণার শামিল মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।
তিনি বলেন, অর্পিত সম্পত্তি আইনে ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবার বদলে ‘অর্পিত সম্পত্তি বন্দোবস্ত দেবার বিধিমালা’ প্রণয়নের উদ্যোগ নতুন করে সম্পত্তি আত্মসাতের ষড়যন্ত্র। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন এর জনবিরোধী বিধিমালা প্রনয়নের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে সুলতানা কামাল এসব মন্তব্য করেন।
অভিযোগ করেন আইনমন্ত্রী একাধিকবার আশ্বস্ত করার পরও অর্পিত সম্পত্তি প্রত্যার্পন সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। এই ব্যাপারে দ্রুত ব্যবস্হা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চাওয়া হয় সংবাদ সম্মেলনে।