প্রতিকূল পরিস্থিতিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে আন্দোলনের অংশ হিসেবে পৌরসভা নির্বাচনে করছে বিএনপি বলে মন্তব্য করেছেন সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার সকালে রাজধানীর নয়া পল্টনে দলের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।ফখরুল বলেন, সব প্রতিকূল অবস্থার মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই পৌর নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। দিন দিন গণতন্ত্রের পরিধি সংকুচিত হচ্ছে। তাই গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নেমেছি। দেশে গণতন্ত্র না থাকলে দেশে উগ্রবাদ ও সন্ত্রাসী মাথাচাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হলে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবিলা করা সম্ভব নির্বাচন কমিশন পৌর নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করছে না। তারা দলীয় ইশারায় কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন
গণতন্ত্র প্রতিষ্ঠিত করতেই নির্বাচন করছে বিএনপি
Share!