ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে তীব্র যানজটের সৃষ্ট হয়েছে। মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের ধল্যা পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আজ শনিবার সকাল থেকে এ যানজট সৃষ্টি হয়।
সালনা হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা সাংবাদিকদের জানান, চন্দ্রা থেকে টাঙ্গাইল বাইপাস সড়কের প্রায় ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে কালিয়াকৈর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের হয়েছে। যানজটের কারণে হাজার হাজার যাত্রী পড়েছে চরম ভোগান্তিতে।
মির্জাপুর বাইপাস এলাকায় কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর মো. সেলিম হোসেন জানান, সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।
এ ছাড়া চালকরা দ্রুত যাওয়ার জন্য ৪-৫ লাইন করে গাড়ির জট লাগিয়ে ফেলেছে। এতে টাঙ্গাইলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজট গাজীপুর পর্যন্ত ছুঁয়েছে।