আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রাথী হতে যাচ্ছেন, জনাব টি.এ.কে আজাদ, জাতীয় জোটের কো-চেয়ারম্যান ও বি এল ডি পি চেয়ারম্যান এম. নাজিম উদ্দিন আল আজাদ- সাবেক মাননীয় মন্ত্রীও হুইপ এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং নিউজ ফেয়ার গ্রুপের চেয়ারম্যান ও সম্পাদক টি.এ.কে আজাদ আগামী সংসদ নির্বাচনে প্রস্ততি নেয়ার যৌথ ঘোষনা দেন এবং দলের সকল নেতা কর্মীদের পাশে থেকে কাজ করার আহ্বান জানান জনাব টি.এ.কে আজাদ ও সাবেক মাননীয় মন্ত্রীও হুইপ। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান টি.এ.কে আজাদ বলেন
Share!