আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্যে বিএনপির গাত্রদাহ শুরু হয়ে গেছে। তারা দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, এখন তারা আবার যদি ক্ষমতায় আসতে পারেন, গঠনতন্ত্র থেকে সাত ধারা তুলে দিয়ে নিজেদের দুর্নীতি প্রবণ মুখোশ উন্মোচন করবেন। এটা পরিষ্কার হয়ে গেছে যে বিএনপি আবার ক্ষমতায় যেতে পারলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে।
আজ মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি এসব কথা বলেন।
তারেক রহমানকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করায় এর সমালোচনা করে তিনি বলেন, একজন কি সৎ নেতা বিএনপিতে নেই দণ্ড ছাড়া, যাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা যেতো না। দণ্ডিত ব্যাক্তিকে, দুর্নীতিবান ব্যাক্তিকে, দুর্নীতিবাজ ব্যাক্তিকে, বিদেশি ফেরারি আসামিকে বিএনপি চেয়ারপারসন করার মধ্য দিয়ে এটাই প্রমাণ হলো এই দল ক্ষমতায় গেলে আবারো বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান হবে।
এ সময় মন্ত্রী বলেন, আদালতের আদেশেই সব কিছু হবে। তারা এখন উচ্চ আদালতে আপিল করতে পারেন, আপিল করার পর আদালত যদি খালেদা জিয়াকে নির্বাচন করার অনুমতি না দেন, তাহলে আওয়ামী লীগের কী করার আছে? সরকারের কী করার আছে? বিষয়টি আদালতের, এখানে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।
এ সময় মহাসড়কে চলাচলরত ৬টি যানবাহনকে ট্রাফিক আইন না মানার দায়ে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আদালত-৭) এর মুহাম্মদ আব্দুর রহিম সুজন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।