বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতাকর্মীরা দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। একপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সদর থানার ওসি আব্দুল লতিফের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে জেলা বিএনপি।
এ সময় জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তৈমুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সল আমীনসহ অন্য নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আগামীতে কেন্দ্র থেকে যে কর্মসূচি আসবে শত বাধা দেওয়া হলেও ঠাকুরগাঁও জেলা বিএনপির সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই কর্মসূচি পালন করবে।