পাকিস্তানে করাচির অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের এক তরুণ ক্রিকেটার আত্মহত্যা করেছেন। সোমবার তিনি তার মডেল কলোনীর বাসস্থানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এই তরুন ক্রিকেটারের নাম মোহাম্মদ জারিয়াব। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জারিয়াব গ্রেড-১১ এর ছাত্র ছিলেন।
জাতীয় পর্যায়ে তার অবস্থান খুইয়ে ফেলাতে জারিয়াব আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার।
উল্লেখ্য, জারিয়াবের বাবা আমির হানিফও একজন ক্রিকেটার ছিলেন। তিনি জাতীয় দলের হয়ে ৫ টি একদিনের আর্ন্তজাতিক ক্রিকেট (ওডিআই) ম্যাচে অংশ নেন।
আমির হানিফ জানান, দল থেকে বাদ পড়ার পর জারিয়াব ভীষণ রকম মানসিক অবসাদে আক্রান্ত হয়। সে তার কোচদের দ্বারা প্রচুর চাপের মুখে ছিল।
তিনি তরুণ তরুণ ক্রিকেটারদের ওপর কোচদের চাপ কমানোর আহবান জানান।
এদিকে, তার পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।