ইরানে সুফি অনুসারীদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার তেহরানের উত্তরাংশের একটি থানার কাছে এ সংঘর্ষ হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চলন্ত একটি বাসকে একদল পুলিশের ওপর উঠে যেতে দেখা গেছে। এরপরই পুলিশের লাঠিপেটার শব্দ শোনা যায়। বাসচালকও সুফি সম্প্রদায়ের লোক ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর চালক ও ৯ বিক্ষোভকারীকে আটক করা হয়।
মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সুন্নি মতাদর্শের সুফি দরবেশরা ইরানের শিয়া শাসন কাঠামোতে চরমভাবে নির্যাতিত হচ্ছে।
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস জানায়, গত কয়েকমাসে বেশ কয়েকজন দরবেশ পুলিশের হাতে আটক হয়েছেন। ১৪ জানুয়ারি ফার্স প্রদেশের কাওয়ার শহরে তাদের একটি শোভাযাত্রায় পুলিশ হামলা চালালে ১০ জন আহত হন।
এদিকে, টুইটারে পাওয়া অন্য এক ভিডিওতে কিছু আন্দোলনকারীকে রাস্তায় বিক্ষোভ করতে দেখা গেছে। বাকিরা রাস্তাতেই বসেছিলেন, হাতে ছিল আটক দরবেশের আলোকচিত্র। এ সময় তারা ‘আল্লাহু আকবর’ বলে স্লোগান দিচ্ছিলেন।