বিপিএলের তৃতীয় আসরে ২১ তম ম্যাচে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে চাপে পড়েছে বরিশাল বুলস। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৫ ওভার শেষে ৩ উইকেটে ২৬ রান। মাহামুদুল্লাহ ১ এবং মেহেদি মারুফ ০ রান নিয়ে ব্যাট করছেন।রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জয়লাভ করেন সিলেটের অধিনায়ক শহীদ আফ্রিদি। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তিনি।তৃতীয় আসরের প্রথম ম্যাচে মাঠ মাতাতে পারেননি গেইল। তিনি মাত্র ৮ রান করে আউট হয়েছেন। এছাড়া লুইস ১২ এবং রনি ৩ রান করে আউট হয়েছেন।পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায় সিলেট সুপারস্টার্স সবার নিচে অবস্থান করছে। অপরদিকে আজকে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে মাহমুদুল্লাহর বরিশালের।এদিকে আজ মুশফিকের পরিবর্তে সিলেটের অধিনায়কের দায়িত্ব পালন করছেন আফ্রিদি।সিলেট একাদশ:মুশফিকুর রহিম, রুবেল হোসেন, আব্দুর রাজ্জাক, নুরুল হাসান, মোহাম্মাদ শহীদ, জুনায়েদ সিদ্দিক, নাজমুল হোসেন মিলন, সোহেল তানভির, দিলশান মুনাভেরা, শহীদ আফ্রিদি এবং রবি বোপারা।বরিশাল একাদশ:ক্রিস গেইল, লুইস, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, মেহেদি মারুফ, রনি তালুকদার, সাজেদুল ইসলাম, সেকেগু প্রসেন্ন, মোহাম্মাদ সামি, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাব্বির রহমান।
সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বরিশাল
Share!