আশি ও নব্বই দশকের জনপ্রিয় পপসংগীত শিল্পী সাবাহ তানি মারা গেছেন। আজ সোমবার সকালে তিনি রাজধানীর উত্তরার বাসায় বাথরুমে পড়ে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক ফোয়াদ নাসের বাবু।
ফোয়াদ নাসের বাবু কালের কণ্ঠকে বলেন, সকালে তিনি বাথরুমে পড়ে গিয়ে আহত হন পরে স্ট্রোক করে মারা যান, এতোটুকু তথ্যই আমার কাছে আছে। আমি তাঁর বাসায় যাচ্ছি, গিয়ে বাকিটা বলতে পারবো।
আশি ও নব্বই দশকের জনপ্রিয় পপসংগীত শিল্পী সাবাহ তানি। বিটিভির যুগের সবেচেয়ে ড্যাশিং ও জনপ্রিয় শিল্পী বলা হয় তাকে। মাঝে টেলিভিশন চ্যানেলগুলোতে বিভিন্ন প্রোগ্রামে এলেও গানে আর সেভাবে দেখা যায়নি তাঁকে।
সবশেষ চার বছর আগে দেশ টিভির ‘কল-এর গান’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছিলেন সাবা তানি। তারও আগে ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের বাছাই পর্বের বিচারক হিসেবে কাজ করেছেন তিনি।