তাহলে প্রতি এপিসোডে তিন কোটি। হ্যাঁ, যদি অ্যাঙ্কর বা হোস্ট হন সালমান খান, তবে এটা খুব একটা বড় দর নয়। শোনা যাচ্ছে, গেম শো ‘দশ কা দম’-এর প্রতি এপিসোডের জন্য এমনই দর হাঁকিয়েছেন এই বলিউড সুপারস্টার। তবে, দর হাঁকিয়েছেন না বলে বলা যায়, এমনই সম্মানি দিতে রাজি হয়েছে গেম শোটির প্রয়োজনা প্রতিষ্ঠান।
টেলিভিশন গেম শো ‘দশ কা দম’-এর তৃতীয় সিজন আসন্ন। সালমান তাঁর টেলিভিশন অভিষেক এই শো-এর মাধ্যমেই করেন। এর পর আর করেননি। দীর্ঘ আট বছর পর সেই শোটিরই তৃতীয় কিস্তি করার জন্য রাজি হয়েছেন ভাইজান। সম্প্রতি তিনি বিগ বস এর হোস্ট। ‘দশ কা দম’-এর ২৬টি এডিসোড টিভিতে দেখানো হবে।
নির্মাণসংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অনেক দিন ধরেই এই গেম শোটিতে ফিরতে চাইছিলেন সালমান। তবে প্রয়োজনা প্রতিষ্ঠানের সাথে বনিবনা না হওয়ার পুরো ব্যাপারটা হচ্ছিল না। যাই হোক, গত বছর বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা সম্পন্ন হয়। উভয় পক্ষ নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নেয়। এখন সবকিছু ঠিকঠাক। কাজ শুরু হবে শিগগিরই।