খালেদা জিয়াকে কারাগারে রেখেই বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, খালেদা জিয়া কারাগারে থাকায় বিএনপি আরও বেশি শক্তিশালী হয়েছে বলে দাবি করছে তারা। তাহলে কিসের আলোচনা? বিএনপি নির্বাচনে আসবেই, আলোচনার প্রয়োজন নেই। খালেদা জিয়াকে কারাগারে রেখেই বিএনপি নির্বাচনে নির্বাচনে অংশ নিতে পারে।
আজ শনিবার দুপুরে নিজ জেলা ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের বিষয়ে কাদের বলেন, জোরালো কর্মসূচি পালনের ‘সামর্থ্য নেই’ বলে দলটি শান্তিপুর্ণ কর্মসূচি দিচ্ছে।
খালেদা জিয়ার রায়ের অনুলিপি সরকার আটকে রেখেছে বলে যে অভিযোগ বিএনপি নেতারা করছেন, তা প্রত্যাখ্যান করেন মন্ত্রী বলেন, খালেদা জিয়ার মামলার ৬৩২ পৃষ্ঠার রায়ের সার্টিফাইড কপি পেতে যুক্তিসঙ্গত কিছু সময় লাগেই। এ নিয়ে ধূম্রজাল সৃষ্টি করার প্রয়োজন নেই। শিগগিরই রায়ের কপি পেয়ে যাবে আইনজীবীরা।
খালেদাকে কারাগারে রেখেই বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে : কাদের
Share!