জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের সার্টিফায়েড কপি আগামীকাল বৃহস্পতিবার পাওয়া যাবে বলে আশাবাদী তাঁর আইনজীবীরা। যদিও আজ বুধবার বিকেল ৪টার দিকে এ কপি দেওয়ার কথা ছিল।
এ ব্যাপারে বিকেলে খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান, বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের কপি বিচারক স্বাক্ষর করে টাইপিংয়ের জন্য দিয়েছেন। বৃহস্পতিবার সার্টিফায়েড কপি পাওয়া যাবে বলে আশাবাদী তারা।
এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজও সকাল ১০টায় ৬ ঘণ্টার অনশন কর্মসূচি শুরু করে বিএনপি। তবে পুলিশের অনুরোধে ৩ ঘন্টায় কর্মসূচি শেষ করেন বিএনপি নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেন আদালত। আর মামলার অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও রয়েছেন।