Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

‘শীর্ষ সন্ত্রাসী’ শাহীনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ফরিদপুরের এক সময়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ আফজাল হোসেন শাহীন (৪০)ওরফে হাতকাটা শাহীনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শহরতলীর কৈজুরী ইউনিয়নের পিয়ারপুর নতুন বাজারের কাছ থেকে তার লাশটি উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। শাহীনের বাড়ি ফরিদপুর শহরের কমলাপুর বটতলা এলাকায় বলে জানায় পুলিশ।কোতয়ালী থানার এসআই অভিজিৎ জানান, কৈজুরী ইউনিয়নের নুরুমিয়া বাইপাস সড়কের পিয়ারপুর নামক স্থানে গোলাগুলির শব্দ শুনে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনের লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।হাসপাতালের কর্তব্যরত ডা. সিরাজুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে পুলিশের কয়েকজন সদস্য গুলিবিদ্ধ অবস্থায় একজনকে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান। পরে নিহতের স্বজনেরা হাসপাতালে এসে লাশটি শাহীনের বলে সনাক্ত করেন।পুলিশ জানিয়েছে, হাতকাটা শাহীনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ১৮টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন মামলায় ৫৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি।তবে নিহত শাহীনের মা রোকেয়া বেগম দাবি করেছেন, শনিবার ভোরে যশোরের ছাইতানতলার এক আত্মীয়র বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে শাহিনকে তুলে নিয়ে যায়।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top