এবার অন্যরকম এক মাইলস্টোন স্পর্শ করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নতুন কোনো ছবি, গান বা পুরস্কারের রেকর্ড নয়- এ এক অন্যরকম রেকর্ড। মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারে ৩৩ মিলিয়ন বা ৩ কোটি ৩০ লাখ ফলোয়ারের এক অনন্য মাইলস্টোন স্পর্শ করলেন এই তারকা।
আর এ উপলক্ষে একটি এক মিনিটের ভিডিও শেয়ার করে এই ‘রইস’ তারকা তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, এসব কিছুই পরিকল্পনামাফিক হয়নি। আজ এই অলস রবিবারের দুপুরে ঘটনাটি ঘটে গেল। আমি খুব সীমিত ক্ষমতার মানুষ, এর বেশি আমার আর কিছুই করার নেই। বিচার নয়, অনুভব করো। ধন্যবাদ।
উল্লেখ্য, শাহরুখ বর্তমানে আনন্দ এল রাই-এর ‘জিরো’তে কাজ করছেন। এই ছবিতে তাঁর কো-স্টার ক্যাটরিনা কাইফ।