এখন এমনটাই মনে হচ্ছে যে সালমান এবার নজর দিয়েছেন ববি দেওলের ক্যারিয়ার পুনর্গঠনে। ইতিমধ্যেই বলিউডে শুরু হয়েছে ববির দ্বিতীয় ইনিংস। ‘গুপ্ত’ অভিনেতা সম্ভবত সালমান খানের সবচেয়ে প্রিয় অভিনেতা হতে যাচ্ছেন। ‘রেস ৩’-এ ববির অভিনয় দেখে দারুণ খুশি সালমান। এখন পরবর্তী আরো কিছু ছবিতে তাঁকে সহ-অভিনেতা করার কথা ভাবছেন সালমান।
‘রেস ৩’-এর পর সালমান শুরু করবেন তাঁর আরেকটি ছবি ‘ভারত’-এর শুটিং। ধারণা করা হচ্ছে ‘ভারত’ সালমানের অন্যতম উচ্চাভিলাষী প্রজেক্ট।
একটি সূত্র জানায়, ‘রেস ৩’-এ ববিকে দারুণ পছন্দ হয়েছে সালমানের। তিনি ববির খুব প্রশংসা করেন এবং তাঁকে ‘ভারত’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। এর প্রত্যুত্তরে ববি বলেন, তিনি সালমানের জন্য সব করতে রাজি আছেন। এরপর থেকে ‘ভারত’ নির্মাতারা ববির শিডিউল খোঁজা শুরু করেছেন।
সালমান খানের বোন-জামাই অতুল অগ্নিহোত্রীর প্রযোজনায় এবং প্রখ্যাত পরিচালক আলী আব্বাস জাফরের পরিচালনায় ‘ভারত’ ছবির শুটিং খুব শিগগিরই শুরু হবে। ববি দেওল বর্তমানে ব্যাঙ্কক আছেন। তিনি সালমান খান ও ডেইজি শাহের সাথে ‘রেস ৩’ ছবির শুটিং করছেন।