ধাক্কা দিয়ে রানওয়ে থেকে বিমান সরাতে বাধ্য হয়েছেন যাত্রীরা। গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার তামবুলাকা বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে।
ইন্দোনেশিয়ার তামবুলাকা বিমানবন্দরে গারুদা এয়ারলাইন্স-র একটি বিমান গত বৃহস্পতিবার রানওয়েতে নষ্ট হয়ে পড়ে। পাইলট বহু চেষ্টা করেও আর বিমানটিকে আকাশে ওড়াতে পারেননি ।
রানওয়ের মাঝখানে থাকা বিমানটিকে সরাতে এয়ারলাইন্সটির টেকনিশিয়ান-কর্মচারী এবং যাত্রীরা ধাক্কা দেওয়া শুরু করে । বিমানটির ওজন ৩৫ হাজার কেজি। এই ধাক্কা দেওয়ার ভিডিও অনলাইনে প্রকাশিত হওয়ার পর ইন্টারনেট দুনিয়ায় তা ভাইরাল হয়ে যায়।
ওই এয়ারলাইন্সের কর্মকর্তা ইকসান রোসান বলেন, পাইলট ভুল টার্ন নেয়ার কারণে বিমানটি আটকে পরে। পিছনে যাওয়ারও সুযোগ ছিল না বিমানটির। এ কারণে বিমানের যাত্রী-টেকনিশিয়ান-কর্মচারীর যৌথ প্রচেষ্টা সবশেষ রানওয়ে থেকে নির্দিষ্ট জায়গা নিয়ে যাওয়া হয়।