মেধাবী তরুণ ব্যান্ড মিউজিশিয়ানদের বিশ্বের সঙ্গীতপ্রেমীদের সামনে তুলে ধরার লক্ষ্যে ‘লাভেলো আর জেনারেশন’ শিরোনামের একটি অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আর এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন ব্যান্ড সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু।
আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে প্রতি শুক্রবার অনুষ্ঠানটি আরটিভিতে প্রচারিত হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শাহ্ আমীর খসরু।
এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ানবাজারে আরটিভি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় আরটিভি’র প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, আইয়ুব বাচ্চুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Share!