দুর্নীতির দায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার জন্য আদালতে আবেদন দাখিল করা হয়েছে।
জানা গেছে, আজ শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকা বিশেষ জজ আদালত-৫ এ এই আবেদন করেন তাঁর আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ।
প্রসঙ্গত, গত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ কারাদণ্ড দেন আদালত। এ মামলায় আসামি খালেদার ছেলে এবং দলের সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানসহ অপর ৫ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত। তাদেরকে ২ কোটিরও বেশি অর্থদণ্ড দিয়েছেও আদালত।
Share!