বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে পাল্টা মামলা করার হুঁশিয়ারি দিয়েছে ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি।
বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেয়ার পর এক বিবৃতিতে এ ঘোষণা দেয় আরসিবিসি ব্যাংক কর্তৃপক্ষ।
বিবৃতিতে জানানো হয়, যেকোনো ধরনের জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত আরসিবিসি ব্যাংক কর্তৃপক্ষ। আরসিবিসি ব্যাংক কর্তৃপক্ষ আরো বলে, এ অপরাধ বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে সংগঠিত। বাংলাদেশ ব্যাংকের এখন অভ্যন্তরীণভাবে জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা উচিত বলেও জানানো হয় বিবৃতিতে।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের মাধ্যমে ক্যাসিনোয় চলে যায়। এর মধ্যে মাত্র দেড় কোটি ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে।