বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে পুলিশ। এর মধ্যে শাহবাগ থানায় ২টি ও রমনা থানায় ৩টি মামলা নথিভুক্ত হয়েছে।
পৃথক থানায় দায়ের করা এসব মামলায় ৩৬৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নেতাদের নামও রয়েছে মামলায়। এ ছাড়া অজ্ঞাতনামা আরো অনেককেই মামলার আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে আদালত যাওয়ার পথে পথে সংঘর্ষের ঘটনা ঘটে।
শাহবাগ থানার ওসি তদন্ত জাফর আলী বিশ্বাস সাংবাদিকদের জানান, একটি মামলায় ১০০ জন, অপর মামলায় ১০৮ জনকে আসামি করা হয়েছে। সরকারি কাজে বাধা, মারধর, অগ্নিসংযোগের অভিযোগে এসব মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা জানাননি তিনি।
রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, থানায় দায়ের করা তিনটি মামলায় ১৬০ জনকে আসামি করা হয়েছে।