শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয়ের জন্য শের-ই-বাংলায় ঘূর্ণি উইকেট বানিয়েছে বাংলাদেশ। উইকেট বানিয়েছেন স্বয়ং শ্রীলঙ্কার কিউরেটর গামিনি ডি সিলভা। কিন্তু মজর বিষয় হলো, সেই উইকেট বুমেরাং হয়ে গেছে বাংলাদেশের জন্য। ব্যাটে-বলে খাবি খেতে খেতে এখন প্রায় নিশ্চিত হারের মুখে মাহমুদ উল্লাহ রিয়াদের দল। দ্বিতীয় ইনিংসে বড় টার্গেটের দিকে এগিয়ে যাওয়া শ্রীলঙ্কার তরুণ মিডল অর্ডার রোশেন সিলভা জীবনেও এমন উইকেট দেখেননি!
শের-ই-বাংলার সংবাদ সম্মেলনে এই ক্রিকেটার তো বলেই ফেললেন, ‘মাঝেমধ্যে শ্রীলঙ্কায় আবহাওয়া খুব বাজে হলে, এমন উইকেট পাওয়া যায়। এ ছাড়া আমাদের ওখানে যখন রাস্তা বানায়, তখন বালির সঙ্গে কিছু একটা মেশায়; তখন একটা রং হয়। শ্রীলঙ্কার রাস্তায় এমন রং দেখা যায় (মিরপুরের উইকেটের রং)! আমরা এ ধরনের উইকেট কখনো পাইনি।’
রোশেন সিলভারা শ্রীলঙ্কার ঘূর্ণি উইকেটে খেলে খেলেই বড় হয়েছেন। এসেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তিনিও নাকি জীবনে এমন উইকেট দেখেননি যা বানিয়েছেন গামিনি! মিরপুরে দুই দিনে মোট ২৮ উইকেট পড়েছে। সাব্বিরের হাতে ‘সাবান মাখা’ না থাকলে আরও কমপক্ষে ২টি উইকেট পড়ত। এমন উইকেটেও দুর্দান্ত ব্যাটিং করে দুই ইনিংসেই হাফ সেঞ্চুরির ঘর পার করেছেন রোশেন সিলভা। রহস্যটা কী?
রোশেন বললেন, ‘ঘরের মাঠে এ ধরনের উইকেটে খেলে আমরা অভ্যস্ত। যতটা সম্ভব স্বাভাবিক খেলার চেষ্টা করেছি। আমি একে ভালো উইকেট বলছি না, কিন্তু আমরা জানতাম এখানে বল ঘুরবে। ভাগ্যিস মুস্তাফিজের প্রথম কয়েকটা বলে আউট হইনি আমি। উইকেট কতটা কঠিন ছিল, নিশ্চয় দেখেছেন!’