জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হচ্ছে। এদিকে রায়কে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্থানে জমায়েত হয়েছেন। পুলিশও নেতাকর্মীদের রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না। খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে যাওয়ার পথে বাধার মুখে পড়েছেন দলটির মহাসচিবসহ তিন নেতা। পরে তারা পায়ে হেঁটেই আদালেতের উদ্দেশে রওনা দেন।
বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে রাজধানীর কদমফোয়ারা মোড়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় তাদের পথ আটকে দেয় পুলিশ।
এ সময় প্রেসক্লাব মোড়ে গাড়ি রেখে হেঁটে আদালত প্রাঙ্গণের দিকে যেতে শুরু করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবেন আজ।
এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার গত ২৫ জানুয়ারি যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক আকতারুজ্জামান রায়ের জন্য দিন ঠিক করেন ৮ ফেব্রুয়ারি। উল্লেখ্য, ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলাটি করে।