চোখের পানিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানিয়েছেন দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে দলীয় প্রধানকে শেষবারের মতো বিদায় জানান তাঁরা।
প্রত্যক্ষদর্শী ও উপস্থিতরা জানান, অন্যান্য দিনের চেয়ে গতকাল একটু আগেই গুলশান কার্যালয় ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন। তিনি যখন কার্যালয়ের সিঁড়ি বেয়ে নিচে নামেন তখন সেখানে অপেক্ষমাণ জ্যেষ্ঠ নেতারা খালেদা জিয়াকে সালাম দিয়ে বিদায় জানান। এ সময় অনেকের চোখ ছিল অশ্রুসিক্ত।
তবে জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীনের বিদায় জানানোর চিত্র ছিল একটু ব্যতিক্রম। খালেদা জিয়া কার্যালয় ত্যাগের সময় বেবী নাজনীন গাড়ির পিছু হেঁটে গেট পর্যন্ত এসে কান্নায় ভেঙে পড়েন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার আগের রাতে একটু আগেই বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। বেশির ভাগ ক্ষেত্রে রাত ১২টার দিকেই বাসভবন ফিরোজায় ফেরেন তিনি। অবশ্য প্রতিদিন তিনি যে সময়ে কার্যালয়ে আসেন, বুধবার সংবাদ সম্মেলন থাকায় সে নিয়মে ব্যত্যয় ঘটে। বিকেল ৫টার দিকে কার্যালয়ে আসেন খালেদা জিয়া। রাত ৯টার সময়েই বাসভবন ফিরোজার দিকে রওনা হন তিনি।