ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ বিদেশগামী দুজন যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। তাদের কাছ থেকে আটককৃত বিদেশি মুদ্রার মূল্য প্রায় সোয়া দুই কোটি টাকা।
বুধবার দিবাগত মধ্যরাতে আটক ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ সৌদি রিয়াল উদ্ধার করা হয়।
আটক দুজন হলেন- গাইবান্ধার সাদুল্যাহপুরের একে রায়হান কায়সার এবং চাঁদপুর সদরের মো. হাসান পিংকু।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা গেছে, তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগ ও একটি ব্যাকপ্যাক স্ক্যান করলে সন্দেহজনক আলামত দেখতে পাওয়া যায়। ব্যাগগুলো তল্লাশি চালিয়ে ভেতরে মোটা কাগজের খামে বিশেষ কায়দায় লুকানো মোট ১০ লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়।
ঢাকা-সিঙ্গাপুর রুটের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল আটককৃত ওই দুই ব্যক্তির।