ইতিমধ্যেই জানা গেছে, কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। শুরু হয়েছে সংঘর্ষ। কাকরাইল মোড়ে পুলিশের একটি বক্স ভাঙচুর করেছে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
এর আগে, গুলশান থেকে তেজগাঁও পর্যন্ত বেশ নির্বিঘ্নেই চলেছে খালেদা জিয়ার গাড়িবহর। এরপর থেকেই কয়েকটি মোটরসাইকেল এসে ভিড়ে যায় গাড়িবহরের সাথে। এরপর বাড়তে থাকে গাড়িবহরে নেতাকর্মীদের প্রবেশ। এখন তা পৌঁছেছে প্রায় কয়েক হাজারে। আর বিএনপি নেতাকর্মীদের এই প্রবেশকে পুলিশের নিরাপত্তা দুর্বলতা বলে মনে করছেন সবাই। আর বিএনপির এই নেতাকর্মীদের বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেছে। কিছুক্ষণ আগে হলি ফ্যামিলি মোড়ে গাড়িবহর ঘিরে থাকা নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। তবে বিএনপিকর্মীদের আক্রমণের মুখে পিছূ হটতে বাধ্য হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বর্তমানে পরিস্থিতি বেশ জটিল। মৎস্য ভবন মোড়ে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের আরো বড় ধরনের সংঘর্ষের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে।