গেলো জানুয়ারিতে ৩৪৯ কোটি ৮০ লাখ ডলারের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৪০ কোটি ৮৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। মঙ্গলবার ইপিবি’র পাঠানো এক মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিষ্ঠানটির দেয়া তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাতমাসে তৈরি পোশাক খাতে ১ হাজার ৭১৮ কোটি ৯৬ লাখ ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয়েছে ১ হাজার ৭৬৫ কোটি ৫১ লাখ ডলারের পণ্য।
লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ৭৯ শতাংশ কমে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে ৭০ কোটি ৯৫ লাখ ডলারের। ৮ কোটি ৪৩ লাখ ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে প্লাস্টিক পণ্য রপ্তানি হয়েছে ৫ কোটি ৬০ লাখ ডলারের।
এদিকে, পাট ও পাটজাত পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ১৮ লাখ ডলারে।