প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী যেমন নানা উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছে, তেমনি দেশ গঠনেও ভূমিকা রাখছে। অর্জিত জ্ঞান ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের আত্মনিয়োগ করতে হবে। তাই যুগের সাথে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীকে আধুনিক করতে বদ্ধপরিকর সরকার।
আজ বুধবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে (ডিএসসিএসসি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শুধু দক্ষিণ এশিয়া নয় উন্নয়নে বাংলাদেশ বিশ্বের অনেক দেশকে ছাড়িয়ে গেছে। নিজস্ব অর্থায়নে দেশের উন্নয়নে কাজ করছে সরকার। শুধু দক্ষিণ এশিয়া নয়, বাংলাদেশ বিশ্বের রোল মডেল।
এ সময় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন। উল্লেখ করেন দেশের উন্নয়নে সরকারের কর্মসূচির কথাও।
কলেজের ডিএসসিএসসি কোর্সের গ্রাজুয়েটদের সনদ তুলে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ডিএসসিএসসি কোর্সে ২০১৭-১৮ বর্ষের সেনাবাহিনীর ১৩৬, নৌবাহিনীর ৪০, বিমানবাহিনীর ২২ এবং বিদেশী ৬৮ অফিসারকে গ্রাজুয়েট সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী দেশে-বিদেশে সশস্ত্র বাহিনীর প্রশংসনীয় ভূমিকা উল্লেখ করেন।