Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

তুলে নেয়ায় জিদানের ওপর ক্ষেপে যান রোনাল্ডো!

রিয়াল মাদ্রিদের আকাশ থেকে অশান্তির কালো মেঘ সরছে না। কয়েক দিন আগে অধিনায়ক সার্জিও রামোসের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বন্দ্বের খবরে তা দৃশ্যমান হয়। এবার কোচ জিনেদিন জিদানের সঙ্গে সিআর সেভেনের দ্বন্দ্বে সেটি যেন আরও জমাট বাঁধল।

সোমবার ৩৩ বছরে পা দিয়েছেন রোনাল্ডো। রোববার রাতে লা লিগার ম্যাচে লেভান্তের বিপক্ষে গোল করে জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন তিনি। তবে সেই স্বপ্ন তার পূরণ হয়নি। এ নিয়ে নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন পর্তুগিজ উইঙ্গার।

জয়ের আশায় লেভান্তের বিপক্ষে খেলতে নেমেছিল রিয়াল। মূল একাদশে ছিলেন রোনাল্ডো। তবে গোল না পাওয়ায় ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট আগে তাকে তুলে মার্কো অ্যাসেনসিওকে নামান জিদান। এতে লক্ষ্য অধরা থেকে যাওয়ায় গুরুর এমন সিদ্ধান্তে বেজায় খেপে যান তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, মাঠ ছেড়ে বেরিয়ে আসার সময় রোনাল্ডোর দিকে ক্যামেরা তাক করেন ম্যাচ সম্প্রচারে দায়িত্বরত কর্মীরা। এ দেখে তাদের উদ্দেশে পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার বলেন, ‘আমার ছবি না তুলে খেলায় মনঃসংযোগ করুন।’

সমালোচকদের যত আপত্তি এ বাক্য নিয়েই। প্রশ্নবিদ্ধ করেছেন রোনাল্ডোকে। তীর ছুড়েছেন তার আচরণের দিকে।

অবশ্য রোনাল্ডোর এমন কথায় দোষের কিছু দেখেননি দলীয় নেতা রামোস। ম্যাচশেষে তিনি বলেন, ‘দলের পারফরম্যান্সে অন্যদের মতো রোনাল্ডোও হতাশ। এ পরিস্থিতিতে যতটা সম্ভব আমরা তার পাশে থাকার চেষ্টা করছি।’

এর মধ্যে রোনাল্ডোকে তুলে অ্যাসেনসিওকে নামানোর ব্যাখ্যাও দেন জিদান, ‘মাঝমাঠের শক্তি বাড়াতে তাকে তুলে নিয়েছিলাম। দলের স্বার্থেই ছিল এ বদল।’

রোনাল্ডোকে তুলে নেয়ায় ঘটে হিতে বিপরীত। তিনি উঠে যাওয়ার ৩ মিনিটের মধ্যেই গোল খেয়ে বসে লস ব্লাঙ্কোজরা। এতে ২-২ গোলের হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ফলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে ওঠা হয়নি দলটির। ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকে তারা। যার দরুণ, লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার আশা কার্যত শেষ হয়ে গেছে স্প্যানিশ জায়ান্টদের।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top