Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

শাহজালাল বিমানবন্দরে দেয়ালধসে নিহত ১

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেয়ালধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে কাস্টম হাউস অফিসের পাশে অবস্থিত দেয়ালটি ধসে পড়ে। এতে বেশ কয়েকজন চাপা পড়েন। একজনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বিমানবন্দর থানার এসআই ফরহাদ যুগান্তরকে বলেন, দেয়ালের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনও জানা যায়নি।

তিনি বলেন, দেয়ালের নিচে আরও অনেকেই চাপা পড়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।

নিহত ব্যক্তি এবং যারা চাপা পড়েছেন, তারা সবাই শ্রমিক বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top